টাকাসহ প্রার্থীর সমর্থক আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় টাকা নির্বাচনী পোস্টার ও এজেন্টের ফরমসহ জেলা পরিষদ নির্বাচনের এক সদস্য প্রার্থীর সমর্থককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা শহরের সুরমা নদীর খেয়াঘাট থেকে মোমিন মিয়া (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
সন্ধ্যা সাড়ে ৭টায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ছাড়া নগদ তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই দিনের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত মমিনুল সুনামগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আমিনুল হকের ছেলে। পুলিশ সুপার মো. হারুন অর-রশীদ জাগো নিউজে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মোমিন মিয়া ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সেলিম মিয়ার আত্মীয়। আটক মোমিন মিয়ার কাছ থেকে সেলিম মিয়ার নির্বাচনী তালা প্রতীকের চার হাজার পোস্টার, নগদ আড়াই লাখ টাকা ও এজেন্টের কিছু ফরম উদ্ধার করা হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন প্রার্থী সেলিম মিয়া। তিনি বলেন, মোমিন তার আত্মীয়। কিন্তু উদ্ধার করা ওই টাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মোমিন মিয়া ঠিকাদারি ব্যবসা করেন। ওই টাকা তিনি তার ব্যবসার প্রয়োজনে এনেছিলেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, আটক মোমিন মিয়া থানায় আছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার মো. হারুন অর-রশীদ জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার আজমপুর খেয়াঘাট থেকে তালা প্রতীকের চার হাজার লিফলেট, নগদ আড়াই লাখ টাকা ও প্রার্থী স্বাক্ষরিত এজেন্ট ফরমসহ মমিনুলকে আটক করে পুলিশ। সন্ধ্যায় আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে দণ্ড দেন।
রাজু আহমেদ রমজান/এএম