ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঝিনাইদহে লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পুরাতন ডিসিকোর্ট মুক্তমঞ্চে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেডিস ক্লাবের সভাপতি সভাপতি জেলা প্রশাসক পত্নী উর্মিলা আক্তার, সহ-সভাপতি পুলিশ সুপার পত্নী উর্মি রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্নী শিউলি রউফ, সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্নী জান্নাতুন নাইম।
এ ছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, লেডিস ক্লাবের সদস্য কামরুন লায়েন লিছা, সেলিনা রহমান মিনা, নমিতা ভৌমিক, রাশেদা খানম, শাহানাজ পারভীন, নুরুন্নাহার কলি, মৌসুমী আক্তার, ইশরাত জাহান ও নার্গিস আক্তার।
অনুষ্ঠানে সদর উপজেলা ৫ শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম