ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এক লাখ টাকাসহ হুসাইন আহমদ তালুকদার নামের এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে ওই জনপ্রতিনিধিকে আটক করে পুলিশ। তিনি উপজেলার ভোগলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য। পুলিশ সুপার মো. হারুন অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ও জেলা রিটার্নিং অফিসার শেখ রফিকুল ইসলাম বলেন, হুসাইন আহমদ তালুকদারকে এক লাখ টাকাসহ ভোটকেন্দ্র থেকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে নির্বাচনী উৎকোচ গ্রহণের কোনো তথ্য প্রমাণাদি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রমজান আহমেদ রাজু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।