১২ প্রার্থীর প্রস্তাবকারীও ভোট দেননি প্রার্থীদের


প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

হবিগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থী কোনো ভোট পাননি। অর্থাৎ তাদের প্রাপ্ত ভোট সংখ্যা শূন্য। এতে প্রমাণিত হয় তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারী এবং এজেন্টরাও ভোট দেননি।

তারা হলেন, ২নং ওয়ার্ডে আব্দুল হালীম, মো. মুজিবুর রহমান, মো. শাহাব উদ্দিন, ৪নং ওয়ার্ডে নূরুল আমিন পাঠান, ৫নং ওয়ার্ডে আজিজুর রহমান চৌধুরী, আব্দুল মুহিত।

এ ছাড়া ৭নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া, ৮নং ওয়ার্ডে মো. জহিরুল ইসলাম সেলিম, ৯নং ওয়ার্ডে ছফিল মিয়া, ১১নং ওয়ার্ডে কাউছার আহমেদ, ১৪নং ওয়ার্ডে আজিজ মিয়া ও মো. শফিউল আলম ফরহাদ। বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।