শতাধিক কিশোরীর সাইক্লিং


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬

ঠাকুরগাঁও জেলাব্যাপী বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং, মাদকাসক্তি ও জঙ্গিবাদবিরোধী কিশোরীদের সাইক্লিং আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। আড়াই শতাধিক কিশোরী এ সাইক্লিংয়ে অংশ নেয়।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিশোরীদের সাইক্লিং বের হয়ে ঠাকুরগাঁও জেলা প্রদক্ষিণ করে।

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পুরো জেলার ১০৯ কিলোমিটার এলাকাজুড়ে আড়াই শতাধিক কিশোরী সাইকেল চালিয়ে বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং, মাদকাসক্তি ও জঙ্গিবাদবিরোধী জন সচেতনতা বাড়াতে সাইক্লিং করে।

Thakuragao

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির।

এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারহাত আহমেদ, বিজিবির পরিচালক তুষার বিন ইউনুস, পিকেএসএফের উপ-ব্যবস্থাপক আবদুল কুদ্দুস, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, অনুষ্ঠান কর্মসূচির আহ্বায়ক সেলিমা আক্তার প্রমুখ।

কর্মসূচিতে জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২০ হাজার মানুষ অংশ নেয়।

মো. রবিউল এহসান রিপন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।