নরসিংদীতে ৩ সহস্রাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ১১:১৯ এএম, ০১ জানুয়ারি ২০১৭

নরসিংদী ও নারায়ণগঞ্জে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন সহস্রাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার মাধবদীর শিমুলিয়াকান্দি ও বিবিরকান্দি এবং আড়াউহাজার উপজেলার মোল্লারচর, ছোট মোল্লারচর ও কলাগাছিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান চলাকালীন অন্তত ৪ হাজার ফুট পাইপসহ গ্যাসের মূল্যবান জিনিসপত্র জব্ধ করা হয়। তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. তওহিদুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় নরসিংদী মাধবদী শিমুলিয়াকান্দি ও বিবিরকান্দি এবং নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার মোল্লারচর, ছোট মোল্লারচর ও কলাগাছিয়া এবং ৫টি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।  

Narsingdi

তিতাস গ্যাস কারিগরি শাখার সহকারী প্রকৌশলী আব্দুল আলীম রাসেলের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি কারিগরি দল মাটি খুঁড়ে চারশ ফুট নিম্নমানের লোহার পাইপ, ২০টি রাইজারসহ মালামাল উদ্ধার করে।

এ সময় উপস্থিত ছিলেন কারিগরি শাখার মফিজ উদ্দিন, আয়ুব ভূঁইয়াসহ তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীরা।

আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. তওহিদুল ইসলাম বলেন, আমরা অভিযান চালিয়ে আড়াইহাজার মোল্লার ও শিমুলিয়াকান্দি এলাকায় প্রায় ৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করি।

এতে সকারের প্রতি মাসে ২০ হাজার টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে। গ্যাস চক্রের সঙ্গে জড়িত থাকা জালিয়াত চক্রের বিরুদ্ধে চারজনের নাম উল্লেখ করে দুই সহস্রাধিক ব্যক্তির নামে মামলা হয়েছে। প্রতিদিনই নরসিংদী জেলার তিতাস গ্যাসের অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।