তাহিরপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫


প্রকাশিত: ০৪:১৫ এএম, ০৩ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুনামগঞ্জের তাহিরপুরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাটিয়ান গ্রামের ইসলামনুর মিয়া ও পাশ্ববর্তী কদমতলী গ্রামের শাহজাহান মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় টেঁটাবিদ্ধ ইসলামনুর মিয়া (৪৫), তার ছেলে সুনামগঞ্জ পৌর কলেজের শিক্ষার্থী আনোয়ার হোসেন (২০), অপরপক্ষের তৌফিক মিয়া (৩০) ও জুয়েল মিয়াকে (২৫) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর-রশীদ জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজু আহমেদ রমজান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।