বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী


প্রকাশিত: ০৫:০১ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার এক বর্ণীল শোভাযাত্রা, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র্যালিটি সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে হয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জেলা আওয়ামী লীগ কার্যালয়ের আলোচনা সভায় যোগ দেয়।

সভায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির`র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।

Chuadanga

এসময় আরো বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহম্মেদ, সাবেক সভাপতি আসাবুল হক লন্টু, আব্দুল কাদের, আব্দুর রসিদ, রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. বেলাল হোসেন, আজাদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন টিটু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ।

সভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাবেক জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান করে শ্রদ্ধা জানানো হয়।

Chuadanga

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।