মাঝরাত থেকে ৩ রুটে ফেরি বন্ধ


প্রকাশিত: ০২:৪৯ এএম, ০৭ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

তীব্র কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুট দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাউড়াকান্দি ও শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নদী পারের অপেক্ষায় থাকা শত শত যাত্রী ও যানবাহন চালক।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। তাই রাত দেড়টার দিক থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিয়ে নোঙ্গর রয়েছে ৮টি ফেরি।

শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে কুয়াশার প্রভাব বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী জানান, শৈত্য প্রবাহের কারণে সৃষ্ট ঘন কুয়াশার ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় রাত ১২টা থেকে।

এদিকে, কাঁঠালবাড়ী চ্যানেল আশপাশে নোঙ্গর করে রাখা হয়েছে ৮টি ফেরি যার মধ্যে প্রায় ৪ শতাধিক যানবাহন রয়েছে। এছাড়া শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক ছোট-বড় গাড়ি রয়েছে।

এছাড়াও শরীয়তপুর (ইব্রাহিমপুর)-চাঁদপুর (হরিনা ঘাট) নৌ- রুটে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কুয়াশার তীব্রতার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় কতৃপক্ষ।

বিআইডব্লিউটিসির ইব্রাহিমপুর ফেরি ঘাট টার্মিনালের অ্যাসিস্টেন্ট রেজাউল করিম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।