মাগুরায় ৫ দিন ধরে নিখোঁজ চিকিৎসক সুমন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১২ এএম, ০৭ জানুয়ারি ২০১৭

মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন সিকদার পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন দাবি করেছে তার পরিবার।

এ বিষয়ে থানায় জিডিও করেছে তার পরিবার। গত সোমবার থেকে সুমন সিকদার নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সুমনের বাবা সুকুমার সিকদার জাগো নিউজকে জানান, ৩৩তম বিসিএস এ সুমন চাকরি পেয়ে দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দান করেন। চাকরির সুবিদার্থে সুমন মাগুরা শহরের কলেজ পাড়ায় ভাড়া বাসায় একাই থাকতেন। ওই বাসার অন্যান্য ভাড়াটিয়াদের দেওয়া তথ্যমতে, সোমবার বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফিরে কিছুক্ষণ পরে আবার বের হন সুমন। এরপর আর বাসায় ফেরেননি তিনি।

মাগুরা সদর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা (এসআই) তারিকুল ইসলাম জাগো নিউজকে জানান, পুলিশ বিয়য়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে। তার বাসা থেকে ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া গেছে বলেও নিশ্চিত করেছেন এ কর্মকর্তা।

শনিবার এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, সুমন লেখাপড়া ও উচ্চতর ডিগ্রি গ্রহণের বিষয়ে কিছুটা ডিপ্রেশনে ভুগছিলেন।

আরাফাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।