রাজবাড়ীতে ট্রেন লাই‌নে অবরোধ


প্রকাশিত: ০৭:০২ এএম, ০৮ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

রাজবাড়ীর খানখানাপুর রেল স্টেশনে ট্রেন থামানোর দাবিতে ‘রাজবাড়ী-ফরিদপুর’ এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা অবরোধ করে অাট‌কে রাখে এলাকাবাসী।

র‌োববার সকাল ৮টার দি‌কে রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনটি খানখানাপুর স্টেশনে পৌঁছালে সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ৯টা পর্যন্ত এলাকাবাসী রেল লাইনের মাঝে শুয়ে পড়ে ও গাছের গুড়ি ফেলে ট্রেনটি অবরোধ করে রা‌খে।

এ সময় রাজবাড়ীর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দা নূরমহল আশরাফীর মধ্যস্থতায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেনটি স্টেশন থে‌কে ফ‌রিদপু‌রের উদ্দ্যে‌শে ছে‌ড়ে যায়।

উল্লেখ্য, খানখানাপুর রেল স্টেশনটি ব্রিটিশদের সময় থেকে চালু ছিল। মাঝে রাজবাড়ী ফরিদপুর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেলে স্টেশনটি বন্ধ থাকে। ২০১৪ সালে এই রেল রু‌টে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। রাজবাড়ী ফরিদপুরে লাইনে একটি মাত্র অন্তনগর ট্রেন চলাচল করলেও খানখানাপুর রেল স্টেশনে ট্রেনটি থামানো হয় না। এ জন্য এলাকাবসী স্টেশ‌নে ট্রেন থা‌মি‌য়ে অ‌বোরধ ক‌রে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।