শৈলকুপায় ইয়াবাসহ নারী আটক


প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৮ জানুয়ারি ২০১৭

ঝিনাইদহের শৈলকুপায় ৫৩৫ পিস ইয়াবা ও টাকাসহ রোকেয়া বেগম (৪০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার দুুপুর আড়াইটায় জেলার শৈলকুপা থানাধীন উলুুবাড়িয়া ওয়াপদা স্টাফ কলোনী থেকে তাকে আটক করা হয়। তিনি রাজবাড়ীর পাংশা থানার নাদুরিয়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

র‌্যাব জানায়, রোববার দুুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াপদা স্টাফ কলোনীর পিছনে জনৈক রাজ্জাক এর চায়ের দোকানের সামনে হতে ইয়াবা ব্যবসায়ী রোকেয়া বেগমকে আটক করা হয়। কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ এ অভিযানের নেতৃত্বে দেন।

আসামির লাল ছাপা শপিং ব্যাগের ভিতর হতে ৫৩৫ পিস ইয়াবা, বিক্রয়লব্ধ নগদ অর্থ ৫ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়। ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৯ (খ) ধারায় মামলা হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।