আজিজ সুপার মার্কেটে নিখোঁজ চিকিৎসকের মরদেহ


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

নিখোঁজের ৮দিন পর রাজধানীর আজিজ সুপার মার্কেটের নিচ থেকে মাগুরার চিকিৎসক সুমন শিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় বাসুদেব বিশ্বাস।

তবে এ বিষয়ে মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জাগো নিউজকে জানান, মরদেহের সন্ধান মিলেছে এমন সংবাদের ভিত্তিতে মাগুরা থানা পুলিশের এসআই তারিকুল ইসলাম নিহত সুমনের স্বজনদের নিয়ে ঢাকায় রওনা হয়েছেন। পরিবারের লোকজন মরদেহ শনাক্তকরণের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

sumon

নিখোঁজ চিকিৎসক সুমন শিকদারের বাবা সুকুমার শিকদার জাগো নিউজকে জানান, ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর স্বাস্থ্যকেন্দ্রে সহকারী মেডিকেল অফিসার পদে সুমন যোগদান করে।

মা কল্পনা রাণী বলেন, গত সোমবার বিকেলে মাগুরা শহরের কলেজপাড়ার ভাড়াবাসা থেকে নিখোঁজ হয় চিকিৎসক সুমন শিকদার। এরপর মঙ্গলবার তার বাবা সুকুমার শিকদার মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ঘটনায় নিখোঁজ সুমন শিকদারের গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার বেঙ্গা গ্রামে চলছে শোকের মাতম।

আরাফাত হোসেন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।