মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১০:৪৮ এএম, ১০ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. রাসেল প্রধান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দশানি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রাসেল প্রধান মতলব উত্তর উপজেলার হানিরপাড় গ্রামের মৃত রমজান আলী প্রধানের ছেলে। তিনি আনিকা নামক বালু কাটার জাহাজে বাবুর্চির কাজ করতেন।

স্থানীয় ইউপি মেম্বার ও বালুকাটা আনিকা জাহাজের মালিক সোলেমান মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আনিকা নামক বালু কাটার জাহাজটি কলাকান্দা ইউনিয়নের মেঘনা নদীর মোহনপুর দশানী নামক স্থানে বালি উত্তোলন করে।

এ সময় প্রতিপক্ষের লোকজন ট্রলারে করে এসে জাহাজের স্টাফদের লাঠি ও রড দিয়ে মারধর শুরু করে। এতে তাদের সঙ্গে জাহাজের স্টাফদের সংঘর্ষ লেগে যায়।

উপায় না পেয়ে আনিকার স্টাফদের অনেকে নদীতে লাফিয়ে প্রাণ বাঁচালেও হামলায় জাহাজের বাবুর্চি রাসেল প্রধান ঘটনাস্থলে মারা যান।

এ ব্যাপারে মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইকরাম চৌধুরী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।