রাঙামাটি রিজিয়নে নবাগত ও বিদায়ী কমান্ডারের মতবিনিময়


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১১ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ পদাতিক রাঙামাটি রিজিয়ন ব্রিগেডে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিদায়ী কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. সানাউল হক এবং নবাগত কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক।

বুধবার সকাল ১০টায় রিজিয়ন সদর দফতরের প্রান্তিক হলে এ মতবিনময় অনুষ্ঠিত হয়।

এসময় রাঙামাটি সদর জোনে নতুন যোগদান করা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রেদওয়ানুল ইসলাম, রিজিয়ন স্টাফ অফিসার জি-টু আই মেজর তানভীরসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাঙামাটিতে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা মতবিনিময়ে অংশ নেন।
 
মতবিনিময়কালে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর কাজে সাংবাদিকদের সহায়তার আহ্বান জানান বিদায়ী ও নবাগত কমান্ডার।

বিদায়ী কমান্ডার মো. সানাউল হক বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব সময় আত্মনিবেদিত। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি এ অঞ্চলে শান্তিশৃংখলা ও সাম্প্রদায়িক রক্ষার কাজে নিয়োজিত। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে সামাজিক, সংস্কৃতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

নবাগত কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক বলেন, তিনি আগেও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চাকরিতে কর্মরত ছিলেন। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেনাবাহিনীর কার্যক্রম অনেকটা ভিন্ন। তাই প্রায় সময় সাংবাদিকদের সঙ্গে মিলেমিশে কাজ করা সুযোগ হয় এখানে।

সুশীল প্রসাদ চাকমা/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।