বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫ এএম, ১১ জানুয়ারি ২০১৭

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (পৌরসভা) নির্বাচন বিধিমালা-২০১০’ এর ৫ নম্বর বিধি অনুযায়ী পৌরসভাটির মেয়র, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের নির্বাচনের জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে সহকারী রিটানিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ জানুয়ারি এবং নির্বাচন ১৮ ফেব্রুয়ারি।

৮ জানুয়ারি নির্বাচন ব্যবস্থাপনা ও সমম্বয়-১ শাখার সহকারী সচিব মো. রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তফসিল ঘোষণা করা হয়।
এদিকে তফসিল ঘোষণার পর পরই দৌড়ঝাঁপ শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। মনোনয়ন পেতে লবিং-তদবিরে নেমেছেন দলীয় সম্ভাব্য প্রার্থীরা।

২০০৪ সালে গঠিত বাঘাইছড়ি পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১২ সালের শেষের দিকে। তার আগে প্রশাসক নিয়োগ দিয়ে পরিচালনা করা হয়েছিল এ পৌরসভাটি। এবার অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় নির্বাচন। পৌরসভায় এবারের মোট ভোটার সংখ্যা  ৯ হাজার ৯৪৭ জন বলে জানিয়েছে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিস।

সুশীল প্রসাদ চাকমা/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।