ঝিনাইদহে শৌখিন যাত্রা উৎসব শুরু


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১১ জানুয়ারি ২০১৭

‘অশ্লীলতার বিরুদ্ধে নির্মল যাত্রা’ স্লোগান সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে আট দিনব্যাপী শৌখিন যাত্রা উৎসব।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন জানান, যাত্রাপালা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী ধারা। বিভিন্ন বিন্যাসে ও আঙ্গিকে যুগ যুগ ধরে যাত্রাপালা মানুষ এবং জীবনকে আনন্দ দিয়ে আসছে। আকাশ সংস্কৃতির প্রভাবে সেই যাত্রাপালা আজ বিলুপ্তির পথে।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে যাত্রাপালার নামে চলছে নগ্নতা। যাত্রাপালা মানেই যে নগ্নতা নয়, এটি বাংলাদেশের একটি শক্তিশালী গণমাধ্যম। অনুন্নত সমাজে এক একটি যাত্রাদল ভ্রাম্যমাণ বিদ্যালয়ের ভূমিকা পালন করে। সেই ধারণা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এ আয়োজন।

যাত্রাপালার উদ্বোধনী দিনে বুধবার ঝিনাইদহ বামনাইল উদয়ন নাট্যগোষ্ঠীর আয়োজনে পরিবেশিত হয় যাত্রা ‘একটি পয়সা’। এতে স্থানীয় শিল্পীরা অভিনয় করেন।

আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।