রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে নানি ও নাতির মৃত্যু


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২০ মার্চ ২০১৫

রাঙামাটির কাউখালি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নানি ও নাতির মৃত্যু হয়েছে। নিহত নানি রহিমা বেগম (৪০) ও নাতি ইমন (৫)। শুক্রবার সকালে উপজেলার পাইনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুরে উপজেলার পাইনবাগান এলাকায় বিদ্যুতের ১১ হাজার কেভির খোলা সঞ্চালক লাইনের দুইটি তার পরস্পরের সাথে সংঘর্ষ লেগে নীচে ছিঁড়ে পড়ে  একটি ছোট চা দোকানে পড়ে। ওই দোকানে নানি ও নাতি বসা ছিল। এতে বিদ্যুৎস্পষ্টে পুড়ে  দু’জন নানি ও নাতির মৃত্যু হয়। কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলু কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।