বালিয়াকান্দিতে গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৫ জানুয়ারি ২০১৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুখ্যাত গাঁজা ব্যবসায়ী রবিউল ওরফে রবিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ অাদালত।

রোববার সকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দারের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত গাঁজা ব্যবসায়ী রবি বহরপুর ইউনিয়নের চরগুয়াদাহ গ্রামের মৃত শহিদুর রহমান এর ছেলে।

বালিয়াকান্দি থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কিরণ চন্দ্র মন্ডল জানান, রোববার সকালে উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কিরণ চন্দ্র মন্ডল সহসঙ্গীয় ফোর্স বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদাহ গ্রামের গাঁজা সম্রাট রবিউল ওরফে রবির বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় রবির দেহ তল্লাশি করে ৭০ গ্রাম গাঁজা পায়।

পরে তাকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দারের ভ্রাম্যমাণ আদালত তাকে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।