বাগেরহাটে বাসচাপায় নিহত ৪


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই ভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় মুমূর্ষু অবস্থায় দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার সকাল সোয়া ১০ টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা চেয়ারম্যান বাড়ির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আজাদ শেখ (৪৫), তার স্ত্রী শিখা বেগম (৪০) ও তাদের দুই নাতী রাজু (১৩) তামান্না (৮)। গুরুতর আহত রনি (১১) ও হাসিবুর রহমানকে (৩৫) ফকিরহাট হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, খুলনা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা কমফোর্ড  নামের বাসটি বাগেরহাট-মাওয়া মহাসড়কে থেকে চট্রগ্রামে যাচ্ছিল। পথে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকার হাইওয়ে সড়কে একটি ভ্যান ওঠার সময় বাসটি সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চার ভ্যান যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায়  গুরুতর আহত রনি ও হাসিবুর রহমানকে (৩৫) প্রথমে ফকিরহাট হাসপাতালে ও পরে খুলনা মেডিকেলে পাঠানো হয়।
 
আজাদ শেখ নিজে ভ্যান চালিয়ে স্ত্রীসহ তিন নাতিকে নিয়ে চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের জামাই বাড়ি যাচ্ছিলেন। পরে ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ঘাতক বাসটিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানা থানা পুলিশ আটক করে।

নিহতদের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শওকত আলী বাবু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।