হরিণাকুন্ডু থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:০১ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

ঝিনাইদহে হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহাতাব উদ্দীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উপজেলার সাবেক নিত্যানন্দপুর গ্রামের চার বছরের শিশু জুবায়ের হত্যা মামলার বাদী ও নিহতের বাবা মধু সর্দার।

সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মধূ সর্দার জানান, পূর্বশত্রুতার জের ধরে হরিণাকুন্ডু উপজেলার সাবেক নিত্যানন্দপুর গ্রামের আতিয়ার সর্দার ও তার সহযোগিরা গত বছরের ৩ নভেম্বর তার চার বছরের ছেলে জুবায়েরকে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করে।

এর দুইদিন পর ৬ নভেম্বর ওই গ্রামের একটি পুকুর থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় তিনি হরিণাকুন্ডু থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে। পরে আদালতে ১১ জনকে আসামি করে মামলা  করেন।

মামলাটি এজাহার হিসেবে গণ্য করে ব্যবস্থা গ্রহনের জন্য হরিণাকুন্ডু থানা পুলিশের ওসিকে নির্দেশ দেন আদালত। এ নির্দেশ দেয়ার পর থেকে ওসি তাকে ও তার পরিবারকে বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি ধামকি দেয়। এছাড়াও ক্রস ফায়ারে হত্যার হুমকি দেয়।

মধু সর্দার অভিযোগ করেন, ওসির ছত্রছায়ায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে থানায় জিডি করতে গেলেও পুলিশ জিডি গ্রহণ করেনি।

তিনি আসামিদের গ্রেফতার ও ওসির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলাটি হরিণাকুন্ডু থানার পরিবর্তে অন্য কোনো সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানান।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বলেন, সংবাদ সম্মেলনে মধু সর্দার যে অভিযোগ করেছে তার সম্পূর্ণ মিথ্যা। এ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আহমেদ নাসিম আনসারী/আরএআার/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।