কালীগঞ্জে শ্বশুর বাড়িতে ব্যবসায়ীর আত্মহত্যা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শ্বশুর বাড়িতে আলমগীর হোসেন তুষার (৪০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তুষার উপজেলার আড়পাড়া গ্রামের শামছুল ইসলামের ছেলে ও শহরের সিটি স্কাই কম্পিউটারের মালিক। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন পরিবারের কেউ তা জানাতে পারেনি।
এলাকাবাসী জানায়, তুষার দির্ঘদিন ধরে আড়পাড়ায় শ্বশুর বাড়িতে থাকতো। বর্তমানে তার স্ত্রী, সন্তান ও তার শাশুড়ি ঢাকাতে রয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম