ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

হবিগঞ্জে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র রাহুলের (৮)  মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টায় সদর উপজেলার পইল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নিম্বর আলীর ছেলে রাহুল (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি মাটিবোঝাই ট্রাক্টর শিয়ালদাড়িয়া পাঁচপাড়িয়া থেকে পইল রোডে যাচ্ছিল। এসময় গাড়িটি রাহুলকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।