টেকনাফে ৯২১ কেজি চোরাই চিংড়ি জব্দ


প্রকাশিত: ০৩:০৩ এএম, ২২ মার্চ ২০১৫

টেকনাফে বিজিবি জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে ৯২১ কেজি মিয়ানমারের চোরাই চিংড়ি জব্দ করেছে।

শনিবার বিকাল ৪টারদিকে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আব্দুল হালিম সিকদার ও হাবিলদার তরিবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীতে অভিযান চালিয়ে ৪শ ৮৯ কেজি বাগদা চিংড়িসহ নৌকা জব্দ করে।

অপরদিকে বিকাল ৫টায় হ্নীলা চৌধুরী পাড়ায় টহল দেওয়ার সময় হাবিলদার হুমায়ূন ৪শ কেজি গলদা ও ৩২কেজি বাগদা মিয়ানমারের চোরাই চিংড়ি জব্দ করে। জব্দকৃত চিংড়ি হ্নীলা কাস্টম্স অফিসে জমা দেওয়া হয়েছে।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।