বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক


প্রকাশিত: ০২:৪৩ এএম, ১৮ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে রাস্তা মেরামত করা নিয়ে দুই গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, ওই উপজেলার তারাপাশা গ্রামের পিচ ঢালাইয়ের কাজ নিয়ে কাজিহাটা গ্রামবাসীর সঙ্গে বিরোধ দেখা দেয়। উক্ত বিরোধ মিমাংসার জন্য মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কটিয়াদি বাজারে এক সালিশ বৈঠক বসে। উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইয়ের সভাপতিত্বে বৈঠক চলাকালে রাত ৯টার দিকে উভয়পক্ষের লোকজনের মাঝে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই কটিয়াদি বাজারসহ আশপাশের এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। প্রায় দেড়ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাহুবল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাঠিচার্জ, ১৬ রাউন্ড কাঁদানে গ্যাস ও ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।