শত কোটি টাকার দরপত্র হলেও কাজ হচ্ছে না


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২২ মার্চ ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া ১৪ কিঃ মিঃ সড়কের বেহাল অবস্থা। প্রায় শত কোটি টাকার দরপত্র হলেও ঠিকাদার এবং সড়ক ও জনপথ বিভাগের অনিয়ম দুর্নীতি আর গাফিলতির কারণে কাজ হচ্ছে না গুরুত্বপূর্ণ সড়কের।

তাই গত ৪৪ বছরেও বাস্তবায়ন হচ্ছে না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিশ্রুতি। ফলে মির্জাপুর উপজেলার দক্ষিণাঞ্চলসহ পার্শ্ববর্তী ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলাবাসীর টাঙ্গাইল জেলার সঙ্গে সরাসরি যোগাযোগের দুর্ভোগের শেষ নেই বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার এই সড়কের বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে বেহাল অবস্থা দেখা গেছে। কবে এই সড়কের নির্মাণ কাজ শেষ হবে তা কেউ সঠিক ভাবে বলতে পারছে না।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।