চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

চাঁদপুরে মতলব উপজেলায় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। বুধবার রাত ৮টার দিকে পৌর এলাকায় বাবুরহাট-মতলব সড়কের ডাকঘর বটগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার ঢাকিরগাঁও গ্রামের মোটরসাইকেল আরোহী হৃদয় (১৫) ও পথচারী হামিদ ফকির (৭০)। আহত দুজন মোটরসাইকেল আরোহী শান্ত (১৬) ও রাতুলকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদুব উদ্দিন জানান, উপজেলার বারঠালিয়া থেকে  রাতুল নামে এক কিশোর তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে চাঁদপুরে যাচ্ছিল। পথে বাবুরহাট-মতলব সড়কের বটগাছতলা এলাকায় গেলে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হামিদুল ফকিরের উপরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এসময় আহত তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তারের পরামর্শ দেন। সেখানে নেয়ার পথে রাত ১১টার দিকে হৃদয়ের মৃত্যু হয়। এ ব্যপারে মতলব থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।