চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২০ জানুয়ারি ২০১৭

রাজবাড়ী সরকারি সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলার কারণে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে ঘটনার শিকার জেলা সদরের বানিবহ ইউনিয়নের নুর ইসলাম ভূ্ইয়ার স্বজনরা এ অভিযোগ করেন।

নিহত নুর ইসলাম বানিবহ ইউনিয়নের সরাফাত হোসেন ভুইয়ার ছেলে ছেলে।

নিহতের ছোট ভাই শাহ আলম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে তার বড় ভাই নুর ইসলাম বুকে ব্যাথা অনুভব করলে রাজবাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ শিকদার টেলিভিশন দেখতে ব্যস্ত ছিলেন।

বার বার ডাকা সত্ত্বেও তিনি রোগীর কাছে না এসে এক্স-রে করতে বলেন। এক ঘণ্টা পর হাসপাতালে কর্মরত নার্স রোগীর প্রেসার মাপতে আসে তার কিছুক্ষণ পর মারা যায় নুর ইসলাম।

স্বজনরা আরো অভিযোগ করে বলেন, রাজবাড়ী সরকারি হাসপাতালে একটি মাত্র প্রেসার মাপার যন্ত্র ও অক্সিজেন সিলিন্ডার থাকলেও নেই কোনো অক্সিজেন ব্যাবস্থা। আর চিকিৎসকদের অবহেলা তো রয়েছেই।

এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. রহিম বক্স টেলিফোনে জানান, এ ঘটনার পর মৃত ব্যাক্তির স্বজনরা একটি লিখিত অভিযোগ পত্র জমা দিয়েছেন। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

রুবেলুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।