‘আমি শিক্ষিত বলেই মন্ত্রী, মন্ত্রী বলেই প্রধান অতিথি’
বিদ্যালয় ছিল বলেই আমি শিক্ষিত, শিক্ষিত বলে অাজ মন্ত্রী, অার মন্ত্রী বলেই এখানে প্রধান অতিথি।
শুক্রবার বেলা ১২টার দিকে রাজবাড়ী পাংশার হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন স্কুল জীবনের স্মৃতিচারণ ও অবদানের কথা তুলে ধরতে গিয়ে এ কথা বলেন।
তিনি আরও বলেন, তৎকালীন সময়ে অামাদের স্কুলে অাসা-যাওয়া করতে সন্ধ্যা হয়ে যেতো। বাড়িতে হারিকেনের অালোতে পড়তে বসতাম, কেরোসিন তেল দিয়ে হারিকেন চলতো কিন্তু কিছু সময়ের মধ্যে চিমনি কালো হয়ে যেতো।
পড়তে বসে অঙ্ক করার সময় ঝিমাইতাম তারপরও স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে তারপর ইঞ্জিনিয়ারিং ও শিক্ষকতাও করেছি। এসময় তিনি ৫০০ অাসনের একটি কমিউনিটি সেন্টার এবং স্কুলের অফিস রুমসহ ভবন নিমার্ণের প্রতিশ্রুতি দেন।
জেলা পরিষদ হবে উন্নয়নের কেন্দ্র বিন্দু জানিয়ে তিনি বলেন, ১৩১ বছরের ইতিহাসে এবারের জেলা পরিষদ নির্বাচন একটি মাইলফলক। আর এই নির্বাচন হচ্ছে তারই প্রমাণ।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভারসিটির উপাচার্য প্রফেসর ড. কে এম মোহসীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ অাবু হেনা, রাজবাড়ী-২ অাসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, কে রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শত বছর উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা প্রমুখ।
রুবেলুর রহমান/এআরএ/পিআর