কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০২:২১ পিএম, ২৩ মার্চ ২০১৫

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত ও চাঁদাবাজির অভিযোগে জেলার পাকুন্দিয়া থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার মামলাটি দায়ের করেন পাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন গ্রামের মুক্তিযোদ্ধা আবু আলীর স্ত্রী জুমেনা খাতুন। কিশোরগঞ্জের-৩ নং আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহাদাত হোসেন মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ২৯ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 মামলার এজাহার সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা আবু আলীর সাথে প্রতিবেশী রাসেল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দেওয়ানী আদালতে মামলাও রয়েছে। এর জের ধরে প্রতিপক্ষের হয়ে পুলিশের এএসআই সানাউল হকসহ আরো চারজন কনস্টেবল গত রবিবার (২২ মার্চ) তার বাড়িতে যায়। এ সময় মুক্তিযোদ্ধা আবু আলী বাড়িতে ছিলেন না। সানাউল বাড়িতে গিয়ে মুক্তিযোদ্ধাকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। এ সময় তার স্ত্রী জুমেনা খাতুন ও পুত্রবধু লাকি আক্তার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সানাউল পুত্রবধূ লাকি আক্তারকে লাঠি দিয়ে আঘাত করেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। যাবার সময় ৫০ হাজার টাকা সাথে নিয়ে মুক্তিযোদ্ধা আবু আলীকে থানায় দেখা করার কথা বলে শাসিয়ে যান। অন্যথায় মিথ্যা মামলায় করারও হুমকি দেন। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আবু আলীর স্ত্রী বাদী হয়ে সোমবার মামলাটি দায়ের করেন।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।