মেহেরপুরের সেই তিন রোগীর চিকিৎসায় মেডিকেল টিম গঠন


প্রকাশিত: ০৮:০৬ এএম, ২২ জানুয়ারি ২০১৭

মেহেরপুরে দুরারোগ্য ব্যাধি ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগে আক্রান্ত তিন রোগীর চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করেছেন সিভিল সার্জন। রোববার বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানার নেতৃত্বে ওই তিন সদস্যের টিম রোগীদের বাড়িতে যান।

সেখানে তাদের খোঁজ খবর নেন তারা। এ সময় তারা চিকিৎসাপত্রগুলোও পর্যবেক্ষণ করেন।

মেডিকেল টিমের সদস্যরা হলেন- মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট আশিশ কুমার দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. অলোক কুমার দাস, মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ও শিশু বিশেষজ্ঞ ডা. এহসানুল কবীর।

সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা জানান, এটি জিনগত সমস্যা। এ রোগের কোনো চিকিৎসা নেই। এর আগে জেলা থেকে একটি মেডিকেল টিম গঠন করে তার রিপোর্ট স্বাস্থ্য বিভাগে পাঠানো আছে। তবে এ মেডিকেল টিমের মাধ্যমে তাদের সার্বক্ষণিক চিকিৎসা দেয়া হবে।

আসিফ ইকবাল/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।