নীলফামারীতে জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যদের দায়িত্ব গ্রহণ


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২২ জানুয়ারি ২০১৭

নীলফামারী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ১৪ জন সদস্য এবং ৫ জন সংরক্ষিত নারী সদস্য দায়িত্বভার গ্রহণ করেছেন।

রোববার দুপুর একটার দিকে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণের পর চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে জেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা পরিষদ নির্বাচনের ভোটার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও নারী সদস্য ও জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণের আগে দুপুর সোয়া বারোটায় জেলা শহরের বড় বাজার থেকে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নেতৃত্বে সকল সদস্য এবং জেলার সকল মুক্তিযোদ্ধারা বাদ্যযন্ত্র সহকারে পদযাত্রা শুরু করেন।

পদযাত্রা শুরুর প্রাক্কালে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ থেকে জেলা পরিষদের মাধ্যমে এ জেলার উন্নয়ন কর্মকাণ্ড শুরু করবেন তিনি। এজন্য জেলাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। পদযাত্রায় জয়নাল আবেদীন শহরের চৌরঙ্গী মোড়েও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
 
জাহেদুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।