ভৈরবে এক হাজার কেজি কারেন্ট জাল উদ্ধার


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৩ মার্চ ২০১৫

কিশোরগঞ্জের ভৈরবে এক হাজার কেজি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে র‌্যাব। সোমবার বিকালে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ৪ জনকে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়। সন্ধ্যায় উদ্ধারকৃত এক হাজার কেজি কারেন্ট জাল ভৈরব র‌্যাব ক্যাম্পে  নির্বাহী ম্যাজিষ্ট্রট উপস্থিতিতে পোড়ানো হয়।

জানা যায়, বিকালে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার ও ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়ার্ড অফিসার এএসপি মো. আবু সাঈাদের নেতৃত্বে একটি  দল শহরের ভৈরব বাজারস্থ চক বাজারের সুমন স্টোর, কাশেম স্টোর এবং মোহন স্টোরে অভিযান চালিয়ে এক হাজার কেজি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে। অবৈধ কারেন্ট জাল ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহিন মিয়া (২৪), আবুল হোসাইন (২৬), আপেল আহম্মেদ (২৩), কামরুজ্জামান সুমন (৩২)কে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার,  শাহিন মিয়াকে দুই বছর সশ্রম কারাদন্ডসহ পাঁচ হাজার টাকা, আবুল হোসাইনকে এক বছরের সশ্রম কারাদন্ডসহ পাঁচ হাজার, আপেল আহম্মেদকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড এবং কামরুজ্জামান সুমনকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় উপজেলা সিনিয়র মৎস অফিসার মো. মুনীর উদ্দিন চৌধুরী, উপপরিদর্শক (এসআই) মো. দিদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনোয়ারসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।