রাজশাহীতে জালনোট তৈরির সরঞ্জামসহ আটক ৩


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৩ মার্চ ২০১৫

নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে জালনোট তৈরির সরঞ্জাম উদ্ধারসহ তিন কলেজছাত্রকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। আটক তিনজন হলেন- গোদগাড়ীর কাঁকনহাট এলাকার মঈনুল ইসলামের ছেলে জোবায়ের আল সিফাত (২২), নগরীল দাশপুকুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০) ও বহরমপুর এলাকার আব্দুর রশিদের ছেলে সাকিল আহম্মেদ (২২)।

সহকারী কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে নগরীর দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের মূলহোতা সিফাত এবং তার দুই সহযোগী সাব্বির ও সাকিলকে আটক করা হয়। এ সময় ৫০ টাকার ৭২টি জালনোট, নোট তৈরির কাগজ, একটি কম্পিউটার ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।