চট্টগ্রামে ডলার প্রতারক চক্রের ৮ সদস্য আটক


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৩ মার্চ ২০১৫

চট্টগ্রাম মহানগরীর কয়েকটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে জাল ডলার প্রতারকচক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ওসি আলমগীর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পতেঙ্গা থানার পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে জাল ডলার দিয়ে সাধারণ মানুষে সঙ্গে প্রতারণাকারী আট ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা জাল ডলার বিনিময় করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

ওসি আলমগীর মাহমুদ আরো জানান, সংঘবদ্ধ এই প্রতারকচক্র দুই একটি আসল ডলার বিনিময় করে প্রথমে ডলার ক্রেতার বিশ্বাস অর্জন করতো। পরে এরকম আরো ডলার তাদের কাছে আছে বলে জানাতো। এ ধাপে এসে প্রতারকরা আসল ডলারের জায়গায় তাদের জাল ডলারগুলো বিনিময় করতো। এক্ষেত্রে তারা ডলারের নির্ধারিত মূল্যমানের চেয়ে কম পরিমাণ টাকা নিত। মানুষও লোভে পড়ে কম টাকায় বেশি লাভ ভেবে জাল ডলার নিত। ফলে প্রতারণার শিকার হতো সাধারণ মানুষ। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।