‘ব্যাগে হাত দিয়ে দেখি টাকা নেই’


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২২ জানুয়ারি ২০১৭

ঝালকাঠি জেলা প্রধান ডাকঘর থেকে শ্রমজীবী দুই গ্রাহকের ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দুপুর দেড়টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পোস্ট অফিসে আসা শ্রমজীবী নারী সালেহা বেগম বলেন, পোস্ট অফিসে গচ্ছিত রাখার জন্য দুই ব্যাগে দেড় লাখ টাকা নিয়ে আসি। কাউন্টারে গিয়ে কথা বলার ফাঁকে কৌশলে ব্যাগ খুলে ৫০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

তবে তার অভিযোগ, পোস্ট অফিসের কেউ এ চক্রের সঙ্গে জড়িত থেকে তথ্য জানিয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সদর উপজেলার গোয়ালকান্দা গ্রাম থেকে আসা শ্রমজীবী রনজিত খরাতি বলেন, পোস্ট অফিসে গচ্ছিত রাখার জন্য ৫০ হাজার টাকা নিয়ে আসি। ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে কথা বলার পরে টাকা জমা দিতে গিয়ে ব্যাগে হাত দিয়ে দেখি টাকা নেই এবং ব্যাগটি ধারাল অস্ত্র দিয়ে কাটা।

ঝালকাঠি পোস্ট অফিসের পোস্টম্যান মো. হাবিবুর রহমান (রেজিস্ট্রি অপারেটর) বলেন, ওই নারী আমার সঙ্গে কথা বলার পরে আমি নিচে নামি। উপরে উঠতে গিয়ে শুনি তার টাকা ছিনতাই হয়েছে।

জেলা প্রধান ডাকঘরের কর্মকর্তা (পোস্ট মাস্টার) মো. দেলোয়ার হোসেন বলেন, কাউন্টারের বাহির থেকে দুইজনের ব্যাগ থেকে ১ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে আমি শুনেছি।

তবে সেটা কাউন্টারের বাহির থেকে হয়েছে। একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের কাজ করে থাকে। কিন্তু কোনভাবে এ অফিসের কোনো স্টাফ এ কাজে জড়িত নেই।

মো. আতিকুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।