নীলফামারীতে বিভিন্ন মামলার ২৫ আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।।

ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী বাবুরহাট গ্রামের নুরনবী ইসলামের ছেলে আবুল কালাম (৩০), আদালতের ওয়ারেন্টভুক্ত  টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামের মৃত মনছুর আলীর ছেলে আতিয়ার রহমান (৪৫), জমসের আলীর ছেলে মমিনুর রহমান (৩৮) ও বিষাদু রহমানের ছেলে জামিনুর রহমানকে (৪০) গ্রেফতার করে।

অপরদিকে পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়,  জলঢাকায় সাতজন, ডোমারে তিজন, নীলফামারী সদরে চারজন, সৈয়দপুরে তিনজন ও কিশোরগঞ্জে চারজনকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজ বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

জাহেদুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।