পেট্রলবোমায় নিহতের প্রতিবন্ধী শিশুকে নিয়ে বিপাকে স্ত্রী


প্রকাশিত: ০৫:৫০ এএম, ২৪ মার্চ ২০১৫

দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমা ও ককটেল হামলায় নিহত বাসযাত্রী উজ্জল কুমার মণ্ডলের (৩৫) স্ত্রী শান্তি রানী মণ্ডল মহা বিপাকে পড়েছেন। তাদের ৫ বছর বয়সী প্রতিবন্ধী শিশু কন্যা ও ২ বছরের পুত্রকে নিয়ে শুধুই অন্ধকার দেখেছেন তিনি। কোন কূলকিনারার দিশা মিলছেনা তার।

নিহত উজ্জল জয়পুরহাট শহরের চিত্রাপাড়া মহল্লায় ১ হাজার ৫শ টাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। কিছু ধারদেনা করে কঠোর পরিশ্রমী উজ্জল সেখানেই বসেই মিষ্টি বহনের প্যাকেট তৈরী করে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে সেগুলো বিক্রি করে কোনমতে সংসার চালাতেন। এরই মধ্যে এনজিও আশা থেকেও ঋন নিয়ে ব্যবসার কিছুটা পরিবর্তন করেন। স্ত্রী শান্তি রানী মণ্ডল, ৫ বছরের প্রতিবন্ধী শিশুকন্যা জয়া মণ্ডল ও ২ বছর বয়সের শিশু পুত্র জয় মণ্ডলকে নিয়ে সুখেই তাদের সংসার চলছিল।

কিন্তু প্রতিবন্ধী কন্যাকে নিয়ে পিতামাতার ছিল দুশ্চিন্তা।

উজ্জল গত ৮ মার্চ মিষ্টির প্যাকেট বিক্রির জন্য জয়পুহাট থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মোলামগাড়ী হাটে বাসযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসটি করিমপুর নামক স্থানে পৌঁছালে ২টি মোটরসাইকেলযোগে ৬ সন্ত্রাসী এসে পেট্রলবোমা ও ককটেল হামলা চালালে আতঙ্কগ্রস্ত বাস চালক দ্রুতগতিতে গাড়ী চালাতে গিয়ে বাসটি রাস্তার নিচে পড়ে যায়। তখন বাসের চাপায় পড়ে গুরুতর আহত উজ্জলকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু ঘটে।

এ সময় উত্তেজিত জনতা ধাওয়া করে ওই ৬ সন্ত্রাসীকে ধরে গনধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে। হামলায় নিহত উজ্জল কুমার মণ্ডল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার স্ত্রী প্রতিবন্ধী শিশুকন্যা ও শিশুপুত্র নিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন।

নিহতের স্ত্রী শান্তি রানী মণ্ডল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন তার প্রতিবন্ধী কন্যাসহ আরেক শিশু সন্তানের আর্থিক সহায়তা চেয়ে। পাশাপাশি হামলাকারীদের ফাঁসির দাবী জানান তিনি।

ইতোমধ্যে শান্তি রানীকে জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আব্দুর রহিম ২০ হাজার টাকা, জেলা পরিষদের প্রশাসক ২০ হাজার টাকা, রাজশাহী বিভাগীয় কমিশনার ১০ হাজার টাকা ও জয়পুরহাট পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ১০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন।

এমজেড/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।