ঝিনাইদহে শ্রেষ্ঠ ইনোভেশন কর্মকর্তা ড. মনিরুজ্জামান


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭

ঝিনাইদহে শ্রেষ্ঠ ইনোভেশন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামান। শস্য ভিত্তিক সুষ্ঠু সার ব্যবস্থপনা বিষয়ক পাইলট প্রকল্পের জন্য তিনি এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

জানা যায়, জেলা প্রশাসনের আওতায় ২০১৬ সালের মার্চ মাসে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে শস্য ভিত্তিক সুষ্ঠু সার ব্যবস্থপনা বিষয়ক পাইলট প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের আওতায় এলাকার কৃষকরা অনলাইনে নিজের জমির জন্য কতটুকু সার কখন এবং কীভাবে প্রয়োগ করতে হবে তা জানতে পারছেন। সেই অনুযায়ী জমিতে সার ব্যবহার করছেন তারা।

যে কারণে ওই এলাকার অসংখ্য কৃষক লাভবান হচ্ছেন। কৃষককুলের এ উপকারকে বিবেচনা করে ঝিনাইদহে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার শেষ দিনে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামানকে শ্রেষ্ঠ ইনোভেশন কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে তাকে সনদপত্র প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু প্রমুখ।

ড. খান মো. মনিরুজ্জামান বলেন, শস্যভিত্তিক সুষ্ঠু সার ব্যবস্থপনা বিষয়ক পাইলট প্রকল্পের মাধ্যমে গান্না ইউনিয়নের হাজার হাজার কৃষক অনুমোদিত মাত্রায় সার প্রয়োগ করার সুবিধা পাচ্ছেন।

যে কারণে মাটির স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে এবং ফসলের ফলন বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে সারের সাশ্রয় হচ্ছে। এছাড়া এ প্রকল্পের মাধ্যমে জীব বৈচিত্র সংরক্ষণ হচ্ছে এবং ফসলের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। যার মাধ্যমে কৃষক আর্থ-সামাজিকভাবে লাভবান হচ্ছেন।

আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।