সাংবাদিক হুমায়ুন কবির মারা গেছেন


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭

বাংলাভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি ও ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মো. হুমায়ুন কবির (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াই ইন্নাইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ভোর ৫টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর স্থানীয় এবায়দুল্লাহ জামে মসজিদ চত্বরে জানাজা শেষে তার মরদেহ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে বিকেল ৩টায় ঝালকাঠি প্রেসক্লাবে মরহুমের মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় ঝালকাঠি প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক সমিতি, ঝালকাঠি সময় পরিবার, ঝালকাঠি নাগরিক ফোরাম, ভোরের পাতা পরিবার, জাগো ফাউন্ডেশন, ধ্রুবতারা ও বৃদ্ধ কল্যাণ সংস্থা, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

অপরদিকে ঝালকাঠি প্রেসক্লাব ও জেলা সাংবাদিক সংস্থা সাংবাদিক হুমায়ুন কবীরের মৃত্যুতে তিনদিন শোক পালনের কর্মসূচি গ্রহণ করেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ঝালকাঠি-২ আসনের এমপি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এছাড়া শোক জ্ঞাপন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, জেলা যুবদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম তালুকদার প্রমুখ।

এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন মহলের লোকজন বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

হুমায়ুন কবির গত বছরের ৩১ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হলে গুরুতর অবস্থায় তাকে বরিশাল ও ঢাকার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

পরে ঢাকার সাভারের সিআরপি থেকে গত ১৯ জানুয়ারি তাকে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠির বাসায় নিয়ে আসা হয়। গত ২২ জানুয়ারি সকালে বাসায় বসে তিনি আবারও স্ট্রোক করলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫ টার দিকে মারা যান তিনি।

মোঃ আতিকুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।