বাহুবলে ১৪৪ ধারা জারি
হবিগঞ্জের বাহুবলে যুবলীগের দুই গ্রুপ একই স্থানে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানায়, উপজেলা যুবলীগের কমিটির আহ্বায়ক অলিউর রহমান অলির নেতৃত্বে একটি গ্রুপ বুধবার বিকেল ৩টায় উপজেলা সদরে একটি সভা আহ্বান করেন। বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে এ সভা আহ্বান করা হয়। একই স্থানে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা মিয়ার নেতৃত্বাধীন অপর একটি গ্রুপও সভা আহ্বান করে।
এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে প্রশাসন বুধবার দুপুরে ১৪৪ ধারা জারি করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তা বলবৎ থাকবে।
বাহুবল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, একই স্থানে সভা আহ্বান করায় আইনশৃংখলা নিয়ন্ত্রণে এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর