সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশ সদস্য নিহত
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আহত গ্রাম পুলিশ সন্তোষ কুমার রায় (৪৫) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নিহত সন্তোষ নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ও উক্ত ইউনিয়নের উলোটপাড়া গ্রামের সুধীর চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি বাইসাইকেল যোগে নীলফামারী থানায় যাচ্ছিলেন। এসময় নীলফামারী থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে তার মরদেহ রংপুর থেকে নিজবাড়িতে আনা হয়। স্থানীয় শ্মশানে তাকে দাহ করার প্রক্রিয়া চলছে।
জাহেদুল ইসলাম/এফএ/পিআর