কৃষিজমি দখল করে পুকুর : ফের ১৪৪ ধারা জারি


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৭ জানুয়ারি ২০১৭

শরীয়তপুরের নড়িয়ায় জোরপূর্বক কৃষিজমি দখল করে পুকুর খননের ঘটনায় ওই জমিতে ফের ১৪৪ ধারা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এ ধারা জারি করেন। এর আগে ১৬ জানুয়ারিও একই জমিতে ১৪৪ ধারা জারি করা হয়।

জানা গেছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের আবাদি জমি জোরপূর্বক দখলে নিয়ে মাছ চাষের জন্য পুকুর খনন করতে থাকে স্থানীয় প্রভাবশালীরা। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হয়।

পরে ১৫ জানুয়ারি ক্ষতিগ্রস্ত চাষিদের পক্ষে ফতে সিরঙ্গল গ্রামের আলী আকবর রাড়ীর ছেলে নিজাম হোসেন আতাউর রহমান কাজী ও মকবুল হোসেন রাড়ীর বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত ১৬ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন।

জমির মালিক হাতেম আলী বেপারী বলেন, এ বিষয়ে চেয়ারম্যান ও নড়িয়া থানাকে জানানো হলে তারা ব্যবস্থা না নেয়ায় ২৬ জানুয়ারি আদালতে আতাউর ও মকবুলের বিরুদ্ধে অভিযোগ করা হয়। পরে আদালত উক্ত ভূমিতে ১৪৪ ধারা জারি করেন।

তিনি আরো বলেন, আমি চাই ১৪৪ ধারা জারি তো আছেই প্রশাসন তাদের বিরুদ্ধে দ্রুত সম্ভব ব্যবস্থা নিয়ে আমাদের জমি ফিরিয়ে দিক।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিন জানান, বিষয়টি আমি জানি। জমির কৃষকরা আমার কাছে এসেছিলেন। পরে আমি কৃষি অফিসার পাঠিয়েছিলাম। ওই যায়গায় ১৪৪ ধারা জারি আছে।

মো. ছগির হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।