পল্লী চিকিৎসককে গলাকেটে হত্যা
চাঁদপুরের শাহরাস্তিতে আনোয়ার উল্লাহ (৮৫) নামে এক পল্লী চিকিৎসককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে শাহরাস্তির বানিয়াচোঁ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রোগী আছে বলে কয়েকজন লোক আনোয়ারকে ঘর থেকে নিয়ে যায়। তারপর রাতে আর তিনি ফেরেননি। সকালে বানিয়াচোঁ বাজারে নিজের ফার্মেসির সামনে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আনোয়ারের ছেলে মোশারফ হোসেন জানান, আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কে বা কারা আমার বাবাকে হত্যা করেছে, সেটা বুঝতে পারছি না। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নূর হোসেন মামুন জানান, তদন্ত সাপেক্ষ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআরএ/এমএস