কুষ্টিয়ায় পরোয়ানাভূক্ত ৩ আসামী আটক


প্রকাশিত: ০৪:২৯ এএম, ২৬ মার্চ ২০১৫

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।  বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা উপজেলার পোড়াদহ ইউপির হাজরা হাটি গ্রামের সোনা মণ্ডলের ছেলে গহর আলী (৫২), হাজরা হাটির আব্দুর রবের ছেলে হারুন (৬০), পোড়াদহের দক্ষিণ কাঠদহের দাউদ মণ্ডলের ছেলে জহুরুল হক (৪৪)।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আক্তারুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করেন।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।