শরীয়তপুরে পুলিশি বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড
শরীয়তপুরে পুলিশের বাধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শরীয়তপুর সার্কিট হাউজ থেকে বের হয়ে কোর্ট চত্বরে আসতে থাকলে পুলিশি বাধায় মিছিল পণ্ড হয়ে যায়। তবে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল।
সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন বিদ্যুৎসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছগির হোসেন/আরএআর/এমএস