সাবেক ইউপি সদস্যকে ছুরি মেরে টাকা ছিনতাই


প্রকাশিত: ০৫:১২ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

ঝিনাইদহ কালীগঞ্জের সাবেক ইউপি সদস্য এমদ্দুল ইসলাম ইদুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা।

শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ আড়পাড়া গ্রামে শমীর হোসেন ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ইদু জানান, একটি ট্রাক কেনার জন্য কালীগঞ্জ আড়পাড়া গ্রামের শমীর ড্রাইভারের বাড়িতে থাকা ভাড়াটিয়ার বাড়িতে যান।

গাড়ি কেনাবেচার কথা বলার সময় ৩ জন তাকে ছুরি মেরে জখম করে এবং তার কাছে থাকা ৪ লাখ টাকা কেড়ে নেয়। পরে তিনি পালিয়ে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এসে রক্ষা পান।

কারীগঞ্জ থানা সূত্রে জানা যায়, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে এখনও মামলা হয়নি।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।