ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

ঠাকুরগাঁওয়ের চার ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার সকালে সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদ চত্বরে ঠাকুরগাঁও-৩০ বিজিবি ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এ শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩০ বিজিবির সুবেদার মেজর আবুল কালাম খাঁন, ৮নং ইউপি সদস্য রমজান আলী, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যশনাল এর ডিজ্যাবিলিটি অফিসার (মেইনিস্ট্রিমিং) সালমা আক্তার, ঠাকুরগাঁও ইসলামিক রিলিফের এপিও ইসমাইল হোসেন, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি হালিমা, সাধারণ সম্পাদক তামজিদা পারভীন ও রংপুর হেয়ারিং সেন্টারের প্রতিনিধিগণ প্রমূখ।

পরে প্রতিবন্ধীদের মাঝে ৩০০ শীতবস্ত্র ও ৭ জনের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

রবিউল এহসান রিপন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।