শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

শরীয়তপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার ও নির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার দুপুরে শরীয়তপুর জেলা পরিষদের সভাকক্ষে নতুন জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়াম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী তৈয়বুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা নুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ১৫ জন সাধারণ সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্যকে নিয়ে প্রথম সভা করেন।

মো. ছগির হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।