অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার


প্রকাশিত: ১১:০১ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

সোনালী ব্যাংকের আখাউড়া শাখার সিনিয়র অফিসার মোতাহার হায়দার মোল্লাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অর্থ আত্মসাৎ মামলায় সোমবার দুপুরে নিজ কার্যালয় থেকে দুদক কুমিল্লা অঞ্চলের একটি দল তাকে গ্রেফতার করে। মোতাহার জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টনকী গ্রামের বাসিন্দা।

দুদক কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখায় কর্মরত অবস্থায় মোতাহার হায়দার মোল্লাসহ অন্যান্যরা পেনশনধারীদের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাৎ করেন।

অর্থ-আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১২ অক্টোবর মোতাহার হায়দার মোল্লাসহ ২২ জনের নামে কুমিল্লা অঞ্চলের পরিচালক নূরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করেন।

আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।